বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা রিপোর্ট : সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পিরোজপুর শাখার যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার পিরোজপুর জেলা শাখার আয়োজনে নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে এবং কেক কেটে জেলা শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ নূর উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রুবেল সিকদার রুদ্র, দূর্জয় হাওলাদার শিবু, তাওহীদ ইসলাম, সুব্রত বৈরাগী, আব্দুলাহ, নিজাম, অভি, রক্তবিন্দু সমন্বয়ক মেহেদী হাসান বাবু, জান্নাতুল নাবিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে সংগঠনের পক্ষ থেকে পথশিশু, শ্রমিক ও পথচারীদের মাঝে মাক্স ও দুপুরের খাবার বিতরণ করা হয়। এরপর সকল সদস্যদের নিয়ে জেলা কমিটি গঠন ও প্রতিটি উপজেলা থেকে আগত সদস্যদের মধ্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনসহ এর সহযোগী সংগঠনের কার্যক্রমের বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।