রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : মুরাদ নগরের পার্বতীপুর হামলার ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের ব্যানারে “সাম্প্রদায়ীকতা রুখো-বীর বাঙ্গালী জাগো” এই শ্লোগানে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়-পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ওয়ার্কস পার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং ভান্ডারিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুুম আলী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম দাস, নান্টু সিংহ ও সঞ্জয় মালাকার প্রমুখ। পরে বাজারে একটি মিছিল বের করা হয়।