রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক
পিরোজপুরের ইন্দুরকানীতে ৫ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার সন্ধ্যার পরে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আকটকৃতরা হলেন ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৫৩)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে নিজ গোডাউন থেকে রিক্সা যোগে ৩০ কেজি চালের ৫ টি বস্তা নিয়ে যাচ্ছিলেন বাহারুল। এ চালগুলো তিনি বাজারের আদম আলী সড়কের আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ জনতার বিষয়টি সন্দেহ হলে রিক্সাসহ বাহারুলকে আটক করে তারা। এসময় এ চাল কিসের এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই। পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এমনকি আশ্রাব আলীর দোকানে তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের লোগো সমৃদ্ধ চালের ৬টি খালি বস্তা উদ্ধার করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমাযুন কবির জানান, ৫ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।