মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্য হুমাউন কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, মোঃ রুহুল আমিন বাঘা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাংগীর আলম, প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ কল্যান কর্মকর্তা ও নব-গঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নের প্রসাশক মাশিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নব-গঠিত চন্ডিপূর ইউপি প্রসাশক সোহাগ হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজলুর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরোয়ার বাবুল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। কর্মশালায় উপস্থিত ছিলেন সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)রিজিওনাল অফিসার রকিবউদ্দিন, আঞ্চলিক কর্মকর্তা আবুল হাসান, ক্লাস্টার মোস্তাফাসহ ক্লাস্টার ফেসালিটিস্ট বৃন্দ।