বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একদিনে প্রায় ২ হাজার ৪৩৯ জন মারা গেছেন। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।