বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি,বরিশালের গৌরনদীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা ও মেলার অয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আহসান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান। শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।