মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা: বরিশাল বিভাগের মধ্যে এই প্রথমবারের মতো বরগুনা জেলায় নারী সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডা. মারিয়া হাসান।
গত মঙ্গলবার (নভেম্বর) তিনি বরগুনায় যোগদান করেছেন। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ডা. মারিয়া হাসানের বাড়ি গোপালগঞ্জে। তার স্বামীর বাড়ি বরিশালে।
এর আগে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদটি শূণ্য থাকায় ইন্দুরকানীতে তিনি চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে যোগদানের পর অল্প কিছু দিনের জন্য দায়িত্ব পালন করার সুযোগ পান। এখানে যোগদানের পর একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে অল্প দিনের মধ্যেই সবার কাছে পরিচিতি পান তিনি।
এদিকে বরগুনার আগের সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে বদলি করায় এখানে সিভিল সার্জনের পদটি শূন্য থাকায় ডা: মারিয়া হাচান সিভিল সার্জন হিসেবে এখানে যোগদান করেন।