রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থলে মঙ্গলবার রাতে বেপরোয়া মোটরসাইকেলের চাপায় স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপনের বড় ভাই মোঃ ফিরোজ বেপারী (৫২) গুরুতর আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী পরবর্তীতে ওই রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে নিউরো সাইন্স হাসপাতালে প্রেরন করা হয়।
বুধবার বিকেলে নানা বাড়ি কটকস্থল গ্রামে বেড়াতে আসেন মোঃ ফিরোজ বেপারী। রাতের খাবার শেষে সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি বার্থীতে রওনা হন। পথিমধ্যে কটকস্থল বাসস্ট্যান্ডের উত্তর পাশে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ফিরোজকে চাপা দেয়। এতে ফিরোজের মাথায় ও বাম পায়ে প্রচন্ড আঘাত লাগে। মোটরসাইকেল চালকসহ আরোহী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহত ফিরোজকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ওই রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে নিউরো সাইন্স হাসপাতালে প্রেরন করা হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।