রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, ইন্দুরকানী সদর ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান সিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল সিকদার।
আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এছাড়া কেক কাটা হয়।