মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যলে ফুলের শ্রদ্ধার জানিয়ে অফিসে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত। তিনি সোমবার(৭ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের ভীতর অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতিতে পুস্পমাল্য অর্পনের পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা ভুমি অফিসের কর্মচারীরা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু জাতীর জন্য আর্শিবাদ স্বরূপ। তার প্রতি শ্রদ্ধা বিনিময়ের মাধ্যমে আমরা নিজেদেরকে শ্রদ্ধাবান করি। তিনি একজন মহৎ মানব তার মতো মহামানবের ত্যাগের বিনিময় আমরা আজ বিশে^র কাছে পরিচিত পেয়েছি। তিনি এর আগে নরসিনদি জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২২ নং ওয়ার্ডে। এর আগে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন ফাহমি মো. সায়েফ। তিনি সম্প্রতি পদন্নতি জনিত কারনে বদলি হন।