রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি ,আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বুধবার সকালে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম পিন্স, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।