বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী বের হয়। র্যালিটি উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেখে মানবাধিকার কার্যালয়ের সামনে শেষ হয়। পরে মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ- সভাপতি মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম,আহসানুল ছগিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির, অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির মান্নু, আজাদ হোসেন বাচ্চু, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক অসীম কুমার, শিক্ষক নেতা ও মানবাধিকার নেতা সন্তোষ কুমার, সাংবাদিক শাহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম, মানবাধিকার কমিশনের উপজেলা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান শিকদার, সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, রমজান বাচ্চু ,মুন্না নাসির, ইউসুফ আলী, কিসলু গাজী, শিমুল প্রমুখ।