বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি : দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেস্ম¦র বাঙ্গালী জাতি পরাধিনতার শিকল ভেঙ্গে বিশে^র বুকে জায়গা করে নেয় লাল-সবুজের পতাকা। স্বকীয় সত্তায় প্রকাশ হয় প্রকৃতিক সৌন্দর্য্য ও লীলাভুমির ভু-খন্ড বাংলাদেশ নামের রাষ্ট্র। এই দিনটিতে বিজয় উদযাপনে মেতে উঠে পুরো জাতি। জাতির শেষ্ট্র সন্তানদের শ্রদ্ধা জানাতে বরিশালের উজিরপুর উপজেলা চত্তরে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সব শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভীর।
সকাল ৯টায় প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, এরপর জাকের পার্টি উজিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যানোদেও মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পচ্ঞিমের সাধারন সম্পাদক মোস্তফা কামাল মন্টু, জাকেল পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, বরিশাল বিভাগ যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নাজমুল হক মুন্না, উজিরপুর উপজেলা সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান আকন, সাংগঠনিক সম্পাদক সওকত সরদার, উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি শাওন সরদার সহ আরো অনেকে।
এসময় তারা উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ করে।
পরিশেষে সকল বীর শহীদরে আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।