বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : পিরোজপুর পৌরসভা নির্বাচনের আজ রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে মেয়র পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক, বিএনপি মনোনীত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী এস এম ছাইদুল ইসলাম (কিসমত)। নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৬ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরের তিনটি আসনে ৮ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেকের পক্ষে রবিবার দুপুরে পিরোজপুর জেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার বড় ভাই পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ছাইদুল ইসলাম (কিসমত) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পিরোজপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারী। পৌরসবার মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ২০৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯৮০ জন।