রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা রিপোর্ট: “গাছ লাগান পরিবেশ বাঁচান” এ স্লোগানকে প্রতিপাদ্য করে সামাজিক সংগঠন “বকুলতলা ফাউন্ডেশন”এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ২৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার ছোটজুজখোলা, বকুলতলা বাজার প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, পাঁচ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার।
“বকুলতলা ফাউন্ডেশন”নবগঠিত সমন্বয়ক কমিটি সদস্য ,ছাত্রনেতা মোঃ আরিফ শেখ,এস এম মাইনুল ও মোঃ তানভীর এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি মনুগাজী, মোঃ সাহেব, রুহুল আমিন মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত ফাউন্ডেশনের সদস্য বৃন্দ বকুলতলা বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ, বকুলতলা ব্রিজসংলগ্ন উন্মুক্ত জায়গায়, পিরোজপুর- নাজিরপুর মহাসড়কের পাশে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
আমাদের সমাজের আশেপাশে বর্তমানে সামাজিক নৈতিক স্থূলতা তথা মাদকের আগ্রাসন আক্রান্ত যুব সমাজের অবক্ষয়ের ক্লান্তি লগ্নে সামাজিক সংগঠন “বকুলতলা ফাউন্ডেশন”এর ছাত্র-যুব সদস্যদের পরিবেশ সুরক্ষায় উক্ত বৃক্ষরোপন কর্মসূচী একটি মহৎ উদ্যোগের প্রশংসার দাবিদার।