রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে শুরু হল ক্রিকেট চ্যাম্পিয়ান লিগ। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ক্রিকেট চ্যাম্পিয়ান লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ শনিবার উপজেলার মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম দিন ভান্ডারিয়া কিংস ও জনকল্যাণ ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাইফুর রহমান সোহাগ।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন, খেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান টুটুল।