রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
ইন্দুরকানী উপজেলায় ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের সচেতনতা মূলক মহড়া পরিচালিত হয়। বৃহস্পতিবার ১৪ জানুযারী সকাল ১০ টার দিকে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের লিডার আবুল কালামের নেতৃত্তে এ মহড়া
পরিচালিত হয়।
এসময় উপজেলার চন্ডিপুর বাজারে প্রবেশ করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের তার, বাজারে দোকানের ঝাপ ও দোকানের সম্মুখে তাবু দেয়ার কারনে এবং বাজারের প্রবেশ মুখে অনিয়ন্ত্রিত ভাবে ভ্যান অটো রাখার কারনে বাজারের ভিতরে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন লিডার আবুল কালাম। পরে তারা কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক কর্মচারীদের নিয়ে অগ্নি নির্বাপনের জন্য সচেতনতামূলক ব্রিফিং দেন।
ব্রিফিংএ বলেন কোন স্থানে আগুন লাগার সুচনা হলে প্রাথমিক অবস্থায় কিভাবে আগুন নেভাতে হবে। এছাড়া আগুন নেভানোর জন্য ইন্দুরকানী ফায়ারসার্ভিস সর্বদা আপনার পাশে আছে কোন স্থানে আগুন লাগতে দেখলে বা আগুন লাগলে ইন্দুরকানী ফায়ার সার্ভিস অফিসে ফোন করবেন আমাদের নম্বর- ০১৭৩০-০০৯০৪৩।