রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মীনী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যু বার্ষিকীতে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে পিরোজপুরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলরুবা মিলন নাহারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
দোয়া পরিচালনা করেন বাটাজোড় আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোস্তাইজ বিল্লাহ। এছাড়া দোয়ায় ইত্তেফাক পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করা হয়।
দৈনিক ইত্তেফাকের ইন্দুরকানী সংবাদদাতা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আয়েশা সুলতানা, সমাজকর্মী মনিরুজ্জামান খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।