রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন
শামীম মীর ॥ বরিশাল নগরীতে জমি ও বাড়ি দখলের প্রতিবাদে বড় ভাইয়ের শ্বাশুড়ির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদ। বুধবার (২০ জানুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন আকান আজাদ।লিখিত বক্তব্যে আকন আজাদ বলেন, বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে আমি ও আমার বড় ভাই হল্যান্ড প্রবাসী কবির হোসেন ১০ শতাংশ জমি করে দ্বিতলা ভবন নির্মান করি। আমার বড় ভাই কবির হোসেন বাড়িটি দেখাশুনা করার জন্য তার শ্বাশুড়ি মমতাজ বেগমকে থাকতে দেন। গত ১৯ সালের জানুয়ারিতে আমার বড় ভাই দেশে এসে বাড়ির ভাড়ার হিসাব নিকেশ বুঝে নিতে চাইলে বিভিন্ন তালবাহান করেন তার শ্বাশুড়ি মমতাজ বেগম। এক পর্যায়ে বিভিন্ন হুমকি ও ভয় ভীতি প্রর্দশন করে তিনি। এমতাবস্থায় গত বছরের ২৫ অগস্ট আমার বড় ভাই কবির হোসেন তার অংশটুকুও হেবানামা দলিল(দানপত্র করে) আমার নামে লিখে দেন।এসময় তিনি বলেন, আমার মালিকানার বাড়ি থেকে মমতাজ বেগমকে নেমে যেতে বললে তিনি না নেমে উল্টা বাড়িটি দখল করে বিভিন্ন যড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসেবে গত অক্টোবরে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেয় বরিশাল কোতয়ালী মডেল থানায়, যা পুলিশ তদন্তে মিথ্যো প্রমানিত হয়। এরপর তিনি গত নভেম্বরে জমি ক্রয়ের সময়ে তার জামাতা আমার ভাই কবির হোসেনকে ৫ লাখ টাকা ধার দেয়ার কথা উল্লেখ করে বরিশাল যুগ্ম জজ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।এসময় তিনি আরো বলেন, আমার মালিকানা বাড়ি আমি দখল করতে গেলে মমতাজ বেগম তার তৃতীয় কন্যাকে দিয়ে আমিসহ স্বজনদের বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা ( যৌন হয়রানী ) মামলা করার হুমকি দিয়ে আসছে।মমতাজ বেগমের অত্যাচারে আমি অতিষ্ট। নারী নির্যাতনের মিথ্যা মামলার ভয়ে আমার বাড়িতে আমি এখন যেতে সাহস পাই না। আমি বিষয়টি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি তিনি দৃষ্টি আকর্ষন করছি।