রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক সহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার সকালে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । ইন্দুরকানী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক গাজী আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে সমাবেশে বক্তব রাখেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব দিবাকর দত্ত পুলিন।
এময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, এস আই টিটু, হাফিজুর রহমান, ইয়াছিন হাওলাদার, ডি ইউ ইউসুফ আলী, এইচ এম. শিমুল, হাসিব সরদার, রিপন তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্শণ করেন।