রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পালাতক আসামি স্বপন হোসেন (২৭)কে সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। স্বপন উপজেলার দাউদখালী ইউনিয়নের দেলোয়ার হোসেন কারিকরের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, ২০১৭ সালে পার্শ্ববর্তী ঝালকাঠী সদর থানায় পুলিশের দায়ের করা (জিআর ৮৫/১৭) অশ্র মামলায় স্বপন দীর্ঘ দিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তার কৃত অস্ত্র মামলার পালাতক আসামি স্বপনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে