শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

আজ ভোট; কে হচ্ছেন স্বরূপকাঠির পৌর পিতা

আজ ভোট; কে হচ্ছেন স্বরূপকাঠির পৌর পিতা

0 Shares

নিজস্ব প্রতিনিধি:
তৃতীয় ধাপে অনুষ্ঠিত আজ ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে স্বরূপকাঠি পৌরসভার ভোট। কে হচ্ছেন স্বরূপকাঠি পৌরসভার পৌর পিতা। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় সরগরম ছিল স্বরূপকাঠি পৌর সভার নির্বাচনী মাঠ। শুরু থেকেই এবারের নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা দেখা গিয়েছ। নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন এবং ৩ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ),সতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান (মোবাইল ফোন), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শিশির কর্মকার (জগ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোটর লড়াই করেছেন। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মন্টুর মৃত্যুর কারণে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিষ্ট্রেট, ১ জন ওসি, ১ জন এস আই, ২ জন এ এস আই ও ৩ জন কনেষ্টবল থাকবে। কেন্দ্রে মোবাইল টিমে ১ জন ওসি, ১ জন এস আই, ২ জন এ এস আই ও ৪ জন কনষ্টেবল থাকবে। এছাড়াও র‌্যাব, বিজিবি, এপিবিএন সদস্যদের পাশাপাশি ব্যাপক আনসার মোতায়েন থাকবে। উপজেলার সদর ইউনিয়নের ৬ দশমিক ৫১ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৮ সনে স্বরূপকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বিগত ২০০৫ সনে পৌরসভাটি দ্বিতীয় এবং ২০১২ সনে প্রথম শ্রেনিতে উন্নীত হয়। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন জানান স্বরূপকাঠি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৯৬ জন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap