মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগ সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যলয় চত্ত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। এতে প্রধান অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।
এসময় জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া ইউনিয়ন শাখার আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেল জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, আসলাম জমাদ্দর, কবির হোসেন প্রমূখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ইসমাইল হোসেন কে সভাপতি, কবির হোসেন মোক্তারকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর ঘোষণা করেন।
প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক সংগঠনের পাশাপাশি জাতীয় শ্রমিক লীগকে আরও শক্তিশালী হতে হবে।