রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ পূর্বাহ্ন
মো:শাহাদাত হোসেন বাবু,ইন্দুরকানী:
ইন্দুরকানীতে সোমবার সকাল ১১ টায় দৈনিক যুগান্তরের 22 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে প্রেস ক্লাবেরর সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ,ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বি আর ডিবি অফিসার মনজুরুল ইলাহী, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক সমকালের ইন্দুরকানী প্রতিনিধি আহসানুল হক ছগির।
আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তর পত্রিকার উত্তারোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইলিক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ জামান।