রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সতীর অন্যতম পীঠস্থান হিসেবে খ্যাত শ্রী শ্রী উগ্রতারা মন্দিরে দেবি প্রতিমার প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণের অলংকার চুরি হয়েছে।
রোববার দিবাগত রাতের কোন এক সময়ে এই চুরি সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মন্দিরে ৩০ লাখ টাকা মূল্যের সোনার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্দির কমিটির সহ সভাপতি দেবাশীষ দাস জানান, সকালে পুরোহিত মন্দির খুলে কালী প্রতিমার মুকুটসহ সোনার অলংকার দেখতে না পেয়ে পুলিশ কে খবর দেয়।
তিনি জানান, রাতে মন্দিরের ঠাকুর পুজা দিয়ে তালা লাগিয়ে ঘরে ফিরে যায়। সকালে পূজা দিতে এসে সে কোন সোনার অলংকার দেখতে না পেয়ে কমিটির লোকদের জানায়।
মন্দিরের কোন দরজা ভাঙা পাওয়া যায় নি, ক্যামেরা গুলো শুধু ঘুরিয়ে দেয়া হয়েছে। এটা কিভাবে ঘটল আমাদেরও প্রশ্ন।
আমরা চাই দ্রুত সোনার অলংকারগুলো উদ্ধার হোক, চোর ধরা পড়ুক। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান জানান, মন্দির কমিটির লোকজন আমাদের জানিয়েছে আমি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি।