রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ছাত্র সমাজের গৌরবউজ্জল পথচলার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ ফেব্রæয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যালয়ে ছাত্রসমাজ সভাপতি মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি জেপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক মো: জসিম মীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক আসাদুল কবির স্বপন, যুগ্ন-আহবায়ক গোলাম সরোয়ার বাবুল, কাউসার উদ্দিন আহম্মেদ দুলাল, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদস্য সচিব মো: শাহিন হাওলাদার, যুগ্ন-সদস্য সচিব মনিরুজ্জামান রানা, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো: মজনু হোসেন রনি, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: রিয়াজ মাহামুদ, শ্রমীক পার্টির সভাপতি আবুল বাশার।
এসময় উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ন- আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, মিজানুর রহমান, যুগ্ন-সদস্য সচিব মহসীন হাওলাদার মধূ, উপজেলা মহিলা পার্টির সাধারন সম্পাদক রাশিদা আক্তার, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন বরকত, সেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, বালিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি জেপির সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন হাওলাদার সহ জাতীয় পার্টি জেপি ও অংগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।