মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
এজাজ চৌধুরী : মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতার অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৬ জন শারীরিক প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ৪ জন দৃষ্টি প্রতিবন্ধিকে ডিজিটাল সাদাছড়ি ও ৬ জন শ্রবণ প্রতিবন্ধির মাঝে হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু প্রতিবন্ধিদের সহায়ক এ উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আখলাকুর রহমান, উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রতিবন্ধিরা উচ্চ শিক্ষিত হয়ে ভালো অবস্থানে কর্ম করে যাচ্ছেন বলে অনেক প্রমান রয়েছে। তাই তাদেরকে অবহেলা না করে উৎসাহ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।