রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলার গৌরিপুর গ্রামে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দু’দিন পর বুধবার রাতে বাবাকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। লম্পট বাবা ঘটনার পর পরই পালাতক ছিল। সে উপজেলার গৌরিপুর গ্রামের মৃত আঃ কাদের খলিফার ছেলে বারেক খলিফা (৫৫)।
উল্লেখ্য গত রোববার দিবাগত রাতে নিজ সন্তান কিশোরী মেয়েকে নিয়ে লম্পট বাবা চায়ের দোকানী বসত ঘরের পিছনের বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১০ টার দিকে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটি বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা ফুফুকে জাগিয়ে ঘটনাটি জানালে লম্পট বাবা পালিয়ে যায়। পরদিন সোমবার রাতে মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ^াষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বুধবার রাতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার তাকে পিরোজপুর জেল হাজতে পাঠান হয়েছে