বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা ও দন্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় সদররোডস্থ বিএনপির জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সম্পাদক তালুকদার সজল, সরকারী বরিশাল কলেজ সাধারন সম্পাদক আল আমিন ও মোঃ রাহাত ফকির প্রমুখ।
এর আগে বেলা সাড়ে এগারটায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সম্মুখে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদররোড হয়ে দলীয় কার্যালয়ে আসার পথে মিছিলের অনুমতি না থাকায় টাউন হলের সামনে পুলিশি বাধার মুখে পরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি। একই দাবীতে সকাল দশটায় মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।