মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা: মুজিববর্ষ উপলক্ষে আজ নয় ফেব্রুয়ারি থেকে ইন্দুরকানীতে শুরু হতে যাচ্ছে আন্ত ক্লাব ফুটবল টুর্নামেন্ট। আর এতে অংশ নিচ্ছে মোট ৮ টি দল। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ মঙ্গলবার বিকেল চারটায় ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আজকের উদ্বোধনী ম্যাচে বালিপাড়া যুব টাইগার্স ক্লাব ও বৌডুবি পল্লী উন্নয়ন ক্লাব অংশ নিবে।
টুর্নামেন্টে অংশ নিতে আটটি দল গত পহেলা ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ উক্ত খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।