রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা: পিরোজপুরের ইন্দুরকানীতে আট দলীয় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ ইন্দুরকানী জনকল্যাণ ক্লাব 4-0 গোলে জয়ী হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় দেলোয়ার স্মৃতি সংসদকে 4-0 গোলে হারিয়ে দক্ষিণ ইন্দুরকানী জনকল্যাণ ক্লাব জয়ী হয়।
খেলা উপভোগ করার জন্য উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির উপস্থিত ছিলেন।