রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুর মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান কে গত সোমবার রাতে কুপিয়ে জখম করারর প্রতিবাদে আজ বুধবার সকালে উপজেলার মিরুখালী বাজাওে মিরুখালী বনিক সমিতির আযোজনে আবু হানিফ খান এর পর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে।এ সময় বনিক সমিতির সভাপতি মিন্টু কুন্ড এ সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরুখালী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আরমগীর হোসাইন সহ ব্যাবসায়ী ও স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ হামলা কারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। অপরদিকে গত রোববার সেচ্ছাসেবকলীগ কর্মী ও গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার নৈশ প্রহরী মো.ইদ্রিস এর ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুওে উপজেলার গুদি ঘাটা বাজাওে ঢাকা- মঠবাড়িয়া সড়কে গুদিঘাটা সিনিয়রমাদ্রাসা ও মিঠাখালীপি,জি,এস, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা ঘন্টা ব্যপি মানাববন্ধন কওে হামলা কারিদের দ্রæত গ্রেফতার কওে বিচারের দাবি করেন।