রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৫৭ অপরাহ্ন
এজাজ উদ্দিন চৌধুরী : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত দুই দিনের ২টি পৃথক অভিযানে গাঁজা ও হয়াবা সহ ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এসআই- জেন্নাত আলী ও তার সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের কালিদাস বাগানে অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান হৃদয় ও মিজান নামের দুই যুবককে গ্রেপ্তার করেন।
অপর আর এক পৃথক অভিযানে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই- জাফর আহম্মেদ উপজেলার ভেচকি নামক স্থান থেকে মাদকসেবী জাকারিয়া (২০) কে ১৪ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত মাদকসেবী উভয়ের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।