শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা
আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।। প্রথম ধাপে ভোট হবে ২০ জেলার ৬৩ টি উপজেলার ৩২৩ টি ইউনিয়নে।। এর মধ্যে ৪১ টি ইউনিয়নে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে।। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
এর মধ্যে পিরোজপুর জেলায় প্রথম ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হল ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন,কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন, আমড়াজুড়ি ইউনিয়ন,নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন, সেখমাটিয়া, মাটিভাংগা,মালিখালি, মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন, হলতা গুলিশাখালী, মিরুখালী,বেতমোর, আমড়াগাছিয়া,সাপলেজা, নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়ন, আটঘর কুড়িয়ানা,সুটিয়াকাঠী, দৈহারী,বলদিয়া,গুয়ারেখা, সারেংকাঠী,সোহাগদল, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন, ভিটাবাড়িয়া,গৌরীপুর,তেলিখালী ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ।