শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলার ঘটনায় মহাসড়ক অবরোধ, বাসে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলার ঘটনায় মহাসড়ক অবরোধ, বাসে আগুন

0 Shares

অনলাইন ডেস্ক:
বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর বুধবার মধ্যরাতে বাস শ্রমিকদের হামলার ঘটনায় মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবী জানিয়েছেন আন্দোলন কারীরা। দাবী আদায়ে বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টা নাগাদ বরিশাল-কুয়াকাটা রুটে দক্ষিনাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন এর সাথে বৈঠক করেছেন। এসময় তারা ৩টি দাবী যথাক্রমে অপরাধীদের শাস্তির আওতায় আনা, হামলার রাতে প্রক্টরিয়াল বডির ব্যার্থতার জবাব চাওয়া এভং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতজানু নীতি পরিহার করা। ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সকল দাবী খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এর আগে বুধবার রাত ১ ঘটিকার দিকে বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শিপনের নেতৃত্বে মানিক ও মামুন তার দলবল নিয়ে বরিশাল রুপাতলী হাউজিংয়ের আবাসিক এলাকার ১৯, ২২ ও ২৩ নং রোডে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে ধারালো চাপাতি, রামদা, রোড তিয়ে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে বেধরক মারধর করে গুরুতর আহত করে। তারা বুধবার ভোররাতে শেবাচিম মেডিসিন ও সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন।
এ খবর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়। শিক্ষার্থীদের একাংশ বিশ^বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ইট পাটকেল ছিটিয়ে অবরোধ করে রাখে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে জরো হয়ে অবরোধ সৃস্টি করে রেখেছে। দুপুর নাগাদ শতশত বাস মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে। তীব্র যানজটের কারনে সাধারন মানুষ বিপাকে পড়েছেন।
এব্যপারে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, রাতের আধারে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা দু:খজনক। বিশ^বিদ্যালয়ের ভিসি নিজেই এ বিষয়টি দেখবাল করছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিআরটিসি বাস শ্রমিক রফিক কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে রুপাতলী এলাকায় লাঞ্চিত ও মারধরের জেরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap