শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে সঞ্জয় হালদার (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামের একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সকালে ডোবায় লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নিহত একজন মৃগরোগী ছিল। তার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।