মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশালে সর্বস্তরের সাংবাদিক বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এর প্রতিবাদে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সদর রোডে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বুরহান উদ্দিন মোজাক্কীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আলী জসিম, কবি হেনরী স্বপন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কীর ছিলেন আপোষহীন নেতা। পরিকল্পিতভাবে মোজাক্কীরের মত সম্ভাবনাময় সাংবাদিককে মেরে ফেলা হয়েছে। মোজাক্কীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত বরিশালের সাংবাদিকরা রাজপথ ছাড়বে না। এ নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় সাংবাদিক মোজাক্কীর হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান বক্তারা।
এ সময় সমাবেশে আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান ও ইন্দুরকানী বার্তা’র সম্পাদক প্রশান্ত কুন্ডু, ডেইলী আওয়ার টাইমের ব্যুরো প্রধান মোঃ আরিফুর রহমান, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন পত্রিকার ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।