রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
আমি তো একলা পাখি,
বিনয় বরণ হালদার
আমি তো একলা পাখি,
তবুও কেন আমার জানালায় শুনি রোজ তোর
নিছকই ডাকাডাকি।
আমি কি সত্যি সত্যিই তোর ইচ্ছে নদী, যে তুই সুযোগ পেলেই চেয়ে বসবি আজলা ভর্তি তৃষ্ণার জল!
তারপর যখন খুশি তখন তুই আমাকে ছুঁড়ে ফেলে দিবি
জলপটের মতো!
আমি দূরে গড়িয়ে গড়িয়ে সরে যাবো
তোর খেয়ালী ইচ্ছেয়!
এতোটাই কি সস্তা আমি?
আমি তো তোর গৃহপোষা পাখিও নই
যে যখন খুশি তখন আওড়াবো তোর শেখানো বুলি!
তোর শেখানো বুলির কাছে আমার নিজস্ব বুলি
এভাবেই একদিন মানবে হার!
আমিতো তোর কোনও শখের গায়কও নই
যে সারাটা জীবন গেয়ে যাবো তোর ভুল প্রেমের গান।
আমি তো তোর হাতের খেলনা ঘুড়িও নই
যে যখন খুশি তখন উড়ে বেড়াবো তোর বসন্ত বাতাসে।
আমি তো তোর হাতে বন্দী কোনও উপন্যাসও নই
যে যখন খুশি তখন পাল্টে নিবি দৃশ্যপট।
আমি তো আমার মতোই এক একলা পাখি
যে নিজের মতো করে জীবন সাজাই
হোক খড়কুটোর কুঁড়েঘর
তবুও সেটা নিজস্ব ঘরতো!
নিজের পিয়ানোর তারে সাধি নিজস্ব সুর
আমাকে ভোলাবি তুই
তুই এমন কি নাইটিংগেল?
আমি চাইলে নিজের মতো করে তৈরি করে নেই
নিজস্ব এক আকাশ
নিজের নিয়মে পাল্টে দেই
তার সবটুকু রূপ রং
আমাকে পাল্টে নিবি এমন সৃজনশীলতা তোর কোথায়?
আমার বুকে সারাক্ষণ ছুটে বেড়ায়
দুর্দান্ত একনদী
এর প্রতিটি জলকণা ভরা সবুজ স্বপ্নে
আমাকে কাছে টেনে নিবি এমন মুক্ত
খোলা আকাশের মতো বিশাল হৃদয় তোর কোথায়?
আমিতো আমার মতোই একলা পাখি
সারাটা দিন একলাই কাটাই নিজস্ব নিয়মে
তবুও কেন তুই রোজ সকালে আমার দরোজায়
করো মিছে ঠোকাঠুকি।
তারচেয়ে ভালো হয় তুই উড়ে যা না
অন্যকোনো ডালে
এক তরফা প্রেমে বলো কে আর
হৃদয় বিকায়!