রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক:
বরিশালে গাঁজাসহ বাপ্পি ও শহিদুল নামে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে।
পুলিশ জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে বসানো পুলিশের একটি চেকপোস্ট অতিক্রমকালে বাপ্পি ও শহিদুলকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম বাদি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।