রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরি আবাসনে বসবাসরত শিশুদের হাতে তুলে দেয়া হল লাল সবুজের পতাকা। কাউখালী উপজেলার শিক্ষানুরাগী ও সামজসেবক আব্দুল লতিফ খসরুর উদ্যোগে ২ মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে দেয়া হয়। এখন থেকে শিশুরা যাতে আমাদের দেশের জাতীয় পতাকাকে চিনতে পারে এবং জানতে পারে কিভাবে অর্জিত হল আমাদের লাল সবুজের পতাকা প্রাপ্তির ইতিহাস। আর একারনেই উদ্যোটি নেওয়া হয় বলে জানান তিনি।
শিশু সুমন ও আয়শা এ ব্যাপারে জানান, খসরু দাদা আমাদেরকে বিভিন্ন সময়ে অনেক উপকরন, উপহার সহ অনেক কিছু শিক্ষা দিয়ে থাকেন।
শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই তাদেরকে এ দেশ এবং এদশের ইতিহাস ঐতিহ্য সম্মন্ধে চেনাতে হবে, জানাতে হবে।
তিনি সাংবাদিকদের আরো বলেন, লাল সবুজের বাংলাদেশ। অভিবাদন লাল-সবুজের বাংলাদেশকে। লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। তার সাথে জানাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এছাড়া যে সকল বীর মুক্তিযোদ্ধা এখনো বেচে আছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সেই সকল বীর মুক্তিযোদ্ধারা ভাল থাকুক এবং সুস্থ থাকুক।