বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নানা বাড়ী বেড়াতে এসে পানিতে পড়ে শিশু মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা গাবগাছিয়া গ্রামের মোঃ দেলোয়ার শিকদারের নাতি মোড়েলগঞ্জ উপাজেলা চন্ডিপুর গ্রামের আসাদ মোল্লা মেয়ে তাইয়েবা (২) পানিতে পড়ে মারা যায় ।
স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে খালে পারে গেলে তখন পানিতে পড়ে যায়। তাইয়েবাকে পানি থেকে উদ্ধার করে তাৎক্ষনিক ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে ডাক্তারসহ কাউকে পাওয়া যায়নি । হাসপাতালের নাইটগার্ড আল আমিন জানান স্যারে কোর্য়াটারে আছে ।
ডাক্তার তৈয়েবুর রহমান জানান, শিশুটি সকালে মৃত অবস্থায় আমার কাছে নিয়ে আসা হয়েছে ।