সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৩নং মিরুখালী ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। মিরুখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ওই ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবাহান শরীফকে পরিবর্তন করে উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খানকে আ’লীগ দলীয় চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। ১৫ মার্চ সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবী সভায় এ চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন, মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এ দলীয় মনোনয়ন পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবাহান শরীফ বিগত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় তার দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ব্যপারে মিরুখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবাহান শরীফের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।