রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে মোঃ সিদ্দিকুর রহমান আকন এর বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা ।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কাট ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় । তবে ঘরটিতে কোন লোক না থাকায় কোন হতহত ঘটনা ঘটেনি ।
স্থানীয় ইউপি নারী সদস্য নিগার সুলতানা জানান, সিদ্দিকুর রহমান আকন ও তার স্ত্রী গত বৃহস্পতিবার মোড়েলগঞ্জ তার শ্বশুরবাড়ী বেড়াতে যান। তাদের বাড়ীতে একটাই ঘর। সকাল বেলা খবর পেয়ে এসে দেখি ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মীভূত হয়ে গেছে।
সিদ্দিকুর রহমানের স্ত্রী আঞ্জুমানা বেগম জানান, আমার কোন ছেলে মেয়ে নাই। আমরা স্বামী স্ত্রী দুইজনই ঘরে থাকি। ঘরে নগদ টাকা,১জোড়া কানের ধুল, ২০ কাঠি মোটা চাল, ১০বস্তা সুপারি ও অন্যান্য দামিও মালামাল সহ প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মোর সব শেষ হয়ে গেল। শেষ বয়সে মুই কোথায় থাকমু কি খামু বলে বিলাপ করেন তিনি।