রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। যমজ শিশু জন্ম দেয়া নারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বয়ারুলা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার এপেক্স ক্লিনিকে ওই যমজ শিশুর জন্ম হয়।
মা কিছুটা ভাল থাকলেও জন্ম দেয়া নেয়া ওই জমজ শিশু দুটির অবস্থা তেমন একটা ভালনা বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা।
তবে সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই। এছাড়া তাদের অবস্থাও তেমন একটা ভালনা। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হচ্ছে।
জানাযায় গত ফেব্রæয়ারি মাসে ওই নারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে সেবা ডায়াগনিস্টিকে ডাঃ প্রিতীশের কথায় আল্ট্রা¯েœাগ্রাম করিয়ে আনেন। ডা:প্রিতীশ আল্ট্রা দেখে তাদের ওয়ান বেবির কথা বলে তাদের আশ্বস্ত করেন। পরে হঠাৎ আজকে ওই নারীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে এপেক্স ক্লিনিকে ভর্তি নেন। সেখানে ওই নারীর সিজারিয়ান পদ্ধতিতে জোড়া লাগানো জমজ দুই শিশুর জন্ম হয়।
এদিকে জমজ জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ভীড় জমান ঐ ক্লিনিকটির সামনে।