রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন
নিজ্স্ব প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার ৩২ টি ইউনিয়নে প্রার্থী চুড়ান্ত করার একদিনের মাথায় দুই ইউপিতে আ.লীগের দলীয় প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় বরিশাল বিভাগের ৬ ইউপির মধ্যে পিরোজপুর জেলার ভিন্ন দুই উপজেলার দুটি ইউনিয়নের আ.লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে জেলার মঠবাড়িয়ার মিরুখালী ইউপিতে উপজেলা যুবলীগ সভাপতি মো. আবু হানিফ খানকে নতুন করে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সেখানে আগে মনোনীত হয়েছিলেন আব্দুস সোবহান শরীফ। এছাড়া নেছারাবাদের সমুদয়কাঠী ইউপিতে মো. হুমায়ুন কবিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এখানে আগে নৌকা প্রতিকের জন্য মনোনীত হয়ে ছিলেন মাহমুদ করিম (সবুর)।