বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা জাতীয় পার্টি জেপির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা জেপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন। পরেউপজেলা জেপির প্রধান কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টি জেপির কো-চেয়ারম্যান ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলের সভাপতিত্বে এবংসদস্য সচিব মোঃ শাহীন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক শহিদুল আলম দোদুল, কাওছার উদ্দিন আহমেদ দুলাল,বালিপাড়া ইউনিয়ন জেপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল,উপজেলা মহিলা জাতীয় পার্টি জেপির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টিরসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মজনু হোসেন রনি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জসীম মীরপ্ রমুখ। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনাকরে দোয়া মোনাজাত পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির হাওলাদার। দোয়া শেষে কেক কেটে সবার মাঝে বিতরণকরা হয়।