রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের কলারণ এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেয়ার সময় হাজির হন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। নিজ গাড়ি নিয়ে মাঠে নেমে মাটি কাটা বন্ধ করেন তিনি। তাঁর উপস্থিতিতে মাটি কাটা ভেকু ফেলে পালিয়ে যান চালক। এর আগেও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ টপ সয়েল কাটতে নিষেধাজ্ঞা জারী করেন ওই এলাকায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, কোন ভাবেই ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নিতে দেয়া হবে না। ইন্দুরকানীতে এভাবে কেউ টপ সয়েল কাটলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।