মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীর আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত কাউখালীর উজিয়ালখান গ্রামের মৃত আজিজুর রহমান খান এর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কাউখালী আশ্রম সড়কের আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরাফাত গুরুত্বর আহত হয় এবং মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত আরাফাতকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে বিকেলে বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। আজ বুধবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।