শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ক্ষেতের ধান খাওয়ায় আগুন দিয়ে পুড়িয়ে মারল পাখির ৩৩ ছানা

ক্ষেতের ধান খাওয়ায় আগুন দিয়ে পুড়িয়ে মারল পাখির ৩৩ ছানা

0 Shares

ইন্দুরকানী বার্তা ডেস্ক :
ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়ে মারা গেছে।

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।

তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল যুগান্তরকে জানান, বিষয়টি শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখব।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap