বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে ঘরের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেন।
নিহত শিপন খান (৪০)কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত হারুন আলী খানের ছেলে ও পেশায় রিকশা চালক। খবর পেয়ে দুপুর একটার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য ও যুবকের পরিবার ও জানায়, দরিদ্র পরিবারের ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি পরিবার।বুধবার ঘরে সবার অগোচরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
কাউখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো.বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।